Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
পুনশ্চ-ছেঁড়া কাগজের ঝুড়ি, ৫
পুনশ্চ
অনিলেরই হাতে লেখা।
তার সঙ্গে টুকরো টুকরো ছেঁড়া একটা ফোটোগ্রাফ।
আর ছিল বছর চার আগেকার
দুটি ফুল, লাল ফিতেয় বাঁধা
  মেডেন-হেয়ার পাতার সঙ্গে
শুকনো প্যান্সি আর ভায়োলেট।