Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
উৎসর্গ - ৯, ২
উৎসর্গ
কহিছে সে, ‘ হায় হায়,
কেন আমি বাঁচি, কেন আছি গো
অর্থ না বুঝা যায়। '
ভয় নাই তোর, ভয় নাই ওরে, ভয় নাই,
কিছু নাই তোর ভাবনা।
যে শুভ প্রভাতে সকলের সাথে
মিলিবি, পুরাবি কামনা,
আপন অর্থ সেদিন বুঝিবি —
জনম ব্যর্থ যাবে না।