Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


গীতিমাল্য- ৯, ২
গীতিমাল্য
সকল রাজার রতন-সজ্জা
লুকিয়ে গেল পেয়ে লজ্জা
     বিনা-সাজের কী বেশে।
আমার চির-জীবনেরে
লও গো তুমি লও গো কেড়ে
     একটি নিবিড় নিমেষে।