Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


গীতিমাল্য- ৫, ৩
গীতিমাল্য
তাই দেখে আজ বেলা গেল
         নয়ন ভরে আসে।
পসরা মোর পাসরিলাম
         রইল পথের পাশে।