![](/themes/rabindra/logo.png)
Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
স্ফুলিঙ্গ- সংযোজন, ২৩
স্ফুলিঙ্গ
নদী গিরি কাননের ছবি।
জীবনের মর্মে আছে
কোন্ চিরবিচ্ছেদবেদনা—
সুন্দরের দৌত্যে তাই
কত ছবি আঁকে অন্যমনা।
তোমায় চুপে চুপে
ভালোবাসা দিয়ে গেলুম
গলায় ভূষণ-রূপে।
কোনোদিন কী জানি
খুলবে হৃদয়খানি
সোনার স্মরণ দিয়ে গড়া
এই মায়া-কুলুপে।
পিছু-পানে চায়—
পায়ে পায়ে বাধা প’ড়ে
চলা হল দায়।
তবু মুখখানি
হৃদয়ের কানে বলে
নয়নের বাণী।
জীবনের মর্মে আছে
কোন্ চিরবিচ্ছেদবেদনা—
সুন্দরের দৌত্যে তাই
কত ছবি আঁকে অন্যমনা।
৬৮
প্রেয়সী মোর পুপে,
তোমায় চুপে চুপে
ভালোবাসা দিয়ে গেলুম
গলায় ভূষণ-রূপে।
কোনোদিন কী জানি
খুলবে হৃদয়খানি
সোনার স্মরণ দিয়ে গড়া
এই মায়া-কুলুপে।
৬৯
ফিরে ফিরে আঁখিনীরে
পিছু-পানে চায়—
পায়ে পায়ে বাধা প’ড়ে
চলা হল দায়।
৭০
বচন নাহি তো মুখে,
তবু মুখখানি
হৃদয়ের কানে বলে
নয়নের বাণী।