Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


প্রান্তিক - ১৫,২
প্রান্তিক

বিস্তারিল রহস্য নিবিড়।

                   আজি মুক্তিমন্ত্র গায়

আমার বক্ষের মাঝে দূরের পথিকচিত্ত মম,

সংসারযাত্রার প্রান্তে সহমরণের বধূ-সম।