Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
স্ফুলিঙ্গ- সংযোজন, ৩
স্ফুলিঙ্গ
ফুলের খবর নিতে এলে
শোনায় নেহাত ঠাট্টা।
দখিন হাওয়া শুধায় যদি
‘কেমন আছ’ ব’লে,
শুকনো পাতায় খস্খসানি
কেবল জাগিয়ে তোলে।
অতলের নির্জনে নির্বাকে
গুপ্ত রহে, পাই নাকো ছুঁতে।
ছন্দের সংগীতে তারে
ধরিবারে কবি বসে থাকে—
ধরা যাহা দেয় না কিছুতে।
বাতাসের বীণাতে—
মাধবীরে ডাক দিল
রবি-মুখ চিনাতে।
টুনটুনি নেচে নেচে
দুলাইল লতাটি,
রবিরে শুনায়ে দিল
ধরণীর কথাটি।
মেলা;
নানারকম চলত হাসি
শোনায় নেহাত ঠাট্টা।
দখিন হাওয়া শুধায় যদি
‘কেমন আছ’ ব’লে,
শুকনো পাতায় খস্খসানি
কেবল জাগিয়ে তোলে।
৯
আকাশে বাতাসে ভাসে,
অতলের নির্জনে নির্বাকে
গুপ্ত রহে, পাই নাকো ছুঁতে।
ছন্দের সংগীতে তারে
ধরিবারে কবি বসে থাকে—
ধরা যাহা দেয় না কিছুতে।
১০
আকাশের বাণী বাজে
বাতাসের বীণাতে—
মাধবীরে ডাক দিল
রবি-মুখ চিনাতে।
টুনটুনি নেচে নেচে
দুলাইল লতাটি,
রবিরে শুনায়ে দিল
ধরণীর কথাটি।
১১
আগে যেথায় ভিড় জমত
মেলা;
নানারকম চলত হাসি