Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
স্ফুলিঙ্গ- সংযোজন, ১
সংযোজন
১
অবকাশপদ্মে বাণী
রচে পাদপীঠ।
সেই পদ্মে ছিদ্র রচে
তুচ্ছ বাক্যকীট।
২
অবসন্ন দিন তার
সোনার মুকুট ফেলে খুলে,
মাথা নত করে আসি
নীরবের মহাবেদীমূলে।
৩
অবুঝ, বুঝি মরিস খুঁজি
কোথায় দূর-পানে
বাহিরে আঁখি বাঁধা—
বুকের মাঝে চাহিস না যে,
ঘুরিস কোন্খানে
তাই তো লাগে ধাঁধা।
৪
অযতনে তব নিমেষকালের দান
পরশ করে যে গভীর আমার প্রাণ,
শরৎরাতের উল্কা যেন সে টুটে
রজনীর বুকে আগুন হইয়া উঠে।