Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
প্রহাসিনী- গরঠিকানি, ৩
প্রহাসিনী
কবিদের 'পরে
দয়া করেছেন বিধি —
মিষ্টি মুখের
উৎপাত আনে দিদি।
চাটু বচনের
মিষ্টি রচন জানে ;
ক্ষীরে সরে কেউ
মিষ্টি বানিয়ে আনে।
কোকিলকণ্ঠে
কেউ বা কলহ করে ;
কেউ বা ভোলায়
গানের তানের স্বরে।
তাই ভাবি, বিধি
যদি দরদের ভুলে
এ উৎপাতের
বরাদ্দ দেন তুলে,
শুকনো প্রাণটা
মহা উৎপাত হবে।
উপমা লাগিয়ে
কথাটা বোঝাই তবে। —
সামনে দেখো-না
পাহাড়, শাবল ঠুকে
ইলেক্ট্রিকের
খোঁটা পোঁতে তার বুকে ;
সন্ধেবেলার
মসৃণ অন্ধকারে
এখানে সেখানে
চোখে আলো খোঁচা মারে।
তা দেখে চাঁদের
ব্যথা যদি লাগে প্রাণে,
বার্তা পাঠায়
শৈলশিখর-পানে —