Published on
রবীন্দ্র রচনাবলী
(
https://rabindra-rachanabali.nltr.org
)
প্রহাসিনী- ভাইদ্বিতীয়া, ৪
প্রহাসিনী
ভাইটি অমূল্য,
নাই তার তুল্য,
সংসারে বোনটি
নেহাত অতিরিক্ত।