![](/themes/rabindra/logo.png)
Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
স্ফুলিঙ্গ- ৫৭
স্ফুলিঙ্গ
২১৬
যে রত্ন সবার সেরা
তাহারে খুঁজিয়া ফেরা
ব্যর্থ অন্বেষণ।
কেহ নাহি জানে, কিসে
ধরা দেয় আপনি সে
এলে শুভক্ষণ।
২১৭
রজনী প্রভাত হল—
পাখি, ওঠো জাগি,
আলোকের পথে চলো
অমৃতের লাগি।
২১৮
রাখি যাহা তার বোঝা
কাঁধে চেপে রহে।
দিই যাহা তার ভার
চরাচর বহে।
২১৯
রাতের বাদল মাতে
তমালের শাখে;
পাখির বাসায় এসে
‘জাগো জাগো’ ডাকে।