Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


স্ফুলিঙ্গ- ৫০
স্ফুলিঙ্গ
আকাশে সমুচ্চ করি
     গাঁথিছে আশা।

 

   ১৮৮

 

মাটিতে মিশিল মাটি,
      যাহা চিরন্তন
রহিল প্রেমের স্বর্গে
      অন্তরের ধন।

 

   ১৮৯

 

মান অপমান উপেক্ষা করি দাঁড়াও,
কণ্টকপথ অকুণ্ঠপদে মাড়াও,
      ছিন্ন পতাকা ধূলি হতে লও তুলি
রুদ্রের হাতে লাভ করো শেষ বর,
আনন্দ হোক দুঃখের সহচর,
      নিঃশেষ ত্যাগে আপনারে যাও ভুলি।

 

   ১৯০

 

মানুষেরে করিবারে স্তব
        সত্যের কোরো না পরাভব।

 

   ১৯১

 

মিছে ডাকো—মন বলে, আজ না—
              গেল উৎসবরাতি,
     ম্লান হয়ে এল বাতি,
বাজিল বিসর্জন-বাজনা।
              সংসারে যা দেবার
     মিটিয়ে দিনু এবার,