
Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
স্ফুলিঙ্গ- ৪২
স্ফুলিঙ্গ
১৫৬
বর্ষণগৌরব তার
গিয়েছে চুকি,
রিক্তমেঘ দিক্প্রান্তে
ভয়ে দেয় উঁকি।
১৫৭
বসন্ত, আনো মলয়সমীর,
ফুলে ভরি দাও ডালা—
মোর মন্দিরে মিলনরাতির
প্রদীপ হয়েছে জ্বালা।
১৫৮
বসন্ত, দাও আনি,
ফুল জাগাবার বাণী—
তোমার আশায় পাতায় পাতায়
চলিতেছে কানাকানি।
১৫৯
বসন্ত পাঠায় দূত
রহিয়া রহিয়া
যে কাল গিয়েছে তার
নিশ্বাস বহিয়া।
১৬০
বসন্ত যে লেখা লেখে
বনে বনান্তরে