Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


স্ফুলিঙ্গ- ৪১
স্ফুলিঙ্গ
     করে কণ্ঠাগত।

 

   ১৫৩

 

বড়োই সহজ
     রবিকে ব্যঙ্গ করা,
আপন আলোকে
     আপনি দিয়েছে ধরা।

 

   ১৫৪

 

বরষার রাতে জলের আঘাতে
     পড়িতেছে যূথী ঝরিয়া।
পরিমলে তারি সজল পবন
     করুণায় উঠে ভরিয়া।

 

   ১৫৫

 

বরষে বরষে শিউলিতলায়
     ব’স অঞ্জলি পাতি,
ঝরা ফুল দিয়ে মালাখানি লহ গাঁথি;
     এ কথাটি মনে জানো—
দিনে দিনে তার ফুলগুলি হবে ম্লান,
     মালার রূপটি বুঝি
মনের মধ্যে রবে কোনোখানে
     যদি দেখ তারে খুঁজি।

 

     সিন্দুকে রহে বন্ধ,
হঠাৎ খুলিলে আভাসেতে পাও
     পুরানো কালের গন্ধ।