
Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
স্ফুলিঙ্গ- ২২
স্ফুলিঙ্গ
জ্যোৎস্নার ফেনার মতো
মেঘ ভেসে চলে অকলঙ্ক।
যদিও করি নি হেলা,
ভুলিয়া ছিলাম
ফসল কাটার বেলা।
আপনারে ঢাকিতে—
মন না মানে মানা,
মেলে ডানা আঁখিতে।
পাইতে অধিকার—
করিল নত ফুলের শির
দারুণ প্রেম তার।
বসন্তবাহার,
বাতাসে বাতাসে উঠে
তরঙ্গ তাহার।
মেঘ ভেসে চলে অকলঙ্ক।
৮৩
চাষের সময়ে
যদিও করি নি হেলা,
ভুলিয়া ছিলাম
ফসল কাটার বেলা।
৮৪
চাহিছ বারে বারে
আপনারে ঢাকিতে—
মন না মানে মানা,
মেলে ডানা আঁখিতে।
৮৫
চাহিছে কীট মৌমাছির
পাইতে অধিকার—
করিল নত ফুলের শির
দারুণ প্রেম তার।
৮৬
চৈত্রের সেতারে বাজে
বসন্তবাহার,
বাতাসে বাতাসে উঠে
তরঙ্গ তাহার।