Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
স্ফুলিঙ্গ- ১৪
স্ফুলিঙ্গ
সে আমি নাহি জানি।’
ভুলে থাকো,
দূরে গেলে যেন
মনে রাখো।
মানা।
দূরের চাঁদ চিরদিনের
জানা।
ঈর্ষাভরে
ফুল যেন নাহি
গণনা করে।
মনে ভাবে,জিত হল তার।
মেঘ কোথা মিলে যায় চিহ্ন নাহি রেখে,
তারাগুলি রহে নির্বিকার।
৫২
কাছে থাকি যবে
ভুলে থাকো,
দূরে গেলে যেন
মনে রাখো।
৫৩
কাছের রাতি দেখিতে পাই
মানা।
দূরের চাঁদ চিরদিনের
জানা।
৫৪
কাঁটার সংখ্যা
ঈর্ষাভরে
ফুল যেন নাহি
গণনা করে।
৫৫
কালো মেঘ আকাশের তারাদের ঢেকে
মনে ভাবে,জিত হল তার।
মেঘ কোথা মিলে যায় চিহ্ন নাহি রেখে,
তারাগুলি রহে নির্বিকার।