Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
স্ফুলিঙ্গ- ১
স্ফুলিঙ্গ
১
অজানা ভাষা দিয়েপড়েছ ঢাকা তুমি, চিনিতে নারি প্রিয়ে!
কুহেলী আছে ঘিরি,
মেঘের মতো তাই দেখিতে হয় গিরি।
২
অতিথি ছিলাম যে বনে সেথায়
গোলাপ উঠিল ফুটে—
‘ভুলো না আমায়’ বলিতে বলিতে
কখন পড়িল লুটে।
৩
অত্যাচারীর বিজয়তোরণ
ভেঙেছে ধুলার ‘পর,
শিশুরা তাহারই পাথরে আপন
গড়িছে খেলার ঘর।
৪
অনিত্যের যত আবর্জনা
পূজার প্রাঙ্গণ হতে
প্রতিক্ষণে করিয়ো মার্জনা।
৫
অনেক তিয়াষে করেছি ভ্রমণ,
জীবন কেবলই খোঁজা।