Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


নবজাতক - জন্মদিন, ২
নবজাতক

         তোমাদের জনতার খেলা

               রচিল যে পুতুলিরে

         সে কি লুব্ধ বিরাট ধূলিরে

              এড়ায়ে আলোতে নিত্য রবে।

         এ কথা কল্পনা কর যবে

                   তখন আমার

              আপন গোপন রূপকার

         হাসেন কি আঁখিকোণে,

                   সে কথাই ভাবি আজ মনে।