Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


নবজাতক - জবাবদিহি, ২
নবজাতক

          ঘুমভাঙা সব রাঙা প্রহরগুলি।

  কালো তখন রঙের দীপালিতে

          সুর লাগাবে বিস্মৃত সংগীতে।