Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
নবজাতক - বুদ্ধভক্তি, ২
নবজাতক
বিষবাষ্পের বাণে রোধি দিবে নিশ্বাস —
মুষ্টি উঁচায়ে তাই চলে
বুদ্ধেরে নিতে নিজ দলে ।
তূরী ভেরি বেজে ওঠে রোষে গরোগরো,
ধরাতল কেঁপে ওঠে ত্রাসে থরোথরো।