Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
নবজাতক - প্রায়শ্চিত্ত, ৩
নবজাতক
সবে না দেবতা হেন অপমান
এই ফাঁকি ভক্তির।
যদি এ ভুবনে থাকে আজো তেজ
কল্যাণশক্তির
ভীষণ যজ্ঞে প্রায়শ্চিত্ত
পূর্ণ করিয়া শেষে
নূতন জীবন নূতন আলোকে
জাগিবে নূতন দেশে।