Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
নবজাতক - উদ্বোধন, ২
নবজাতক
বিশ্বজনের প্রাঙ্গণতলে লহো আপনার স্থান —
তোমার জীবনে সার্থক হোক
নিখিলের আহ্বান।
বিশ্বজনের প্রাঙ্গণতলে লহো আপনার স্থান —
তোমার জীবনে সার্থক হোক
নিখিলের আহ্বান।