Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
পূরবী- অদেখা, ২
পূরবী
কোলে নিয়ে বসে আছি—
যারে দেব এখনো সে আসে নি।
সুবাস-আভাসখানি
মনে হয় যেন জানি
রাতের বাতাসে আজ ভেসেছে।
বনমর্মররবে
সে তার গোপন হাসি হেসেছে।
অদেখার পরশেতে
আঁধার উঠেছে মেতে—
মন জানে এসেছে সে এসেছে।
যারে দেব এখনো সে আসে নি।
এসেছে সে, মন বলে, এসেছে।
সুবাস-আভাসখানি
মনে হয় যেন জানি
রাতের বাতাসে আজ ভেসেছে।
বুঝিয়াছি অনুভবে
বনমর্মররবে
সে তার গোপন হাসি হেসেছে।
অদেখার পরশেতে
আঁধার উঠেছে মেতে—
মন জানে এসেছে সে এসেছে।