Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


সানাই - অত্যুক্তি, ২
সানাই

ব্যঞ্জনা মিলায়ে দেয়, সে যে কোন্‌ অসীম মনের

                   আপন ইঙ্গিত,

     সে যে অঙ্গের সংগীত।

আমি তারে মনে জানি সত্যের ও অধিক।

     সোহাগবাণীরে মোর হেসে কেন বল কাল্পনিক।