Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


সানাই - মায়া, ২
সানাই

               বিরহকরুণ নাড়া,

        মিলনের ঘায়ে সে-দ্বার খুলিলে

          কাহারো কি পাবে সাড়া।