Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


পূরবী- আশা, ৩
পূরবী
         ভরিয়া তুলিব ধীরে
জীবনের কদিনের কাঁদা আর হাসা;
    ধন নয়, মান নয়, কিছু ভালোবাসা
              করেছিনু আশা।