Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


পরিশেষ - সংযোজন, ২০
পরিশেষ

      তাদের আসর বাহির-ভুবনেতে,

      ফেরে সেথায় রঙের নেশায় মেতে।

           আমার এ রঙ গোপন প্রাণে,

           আমার এ রঙ গভীর গানে,

      রঙের আসন ধেয়ানে দিই পেতে।