Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


পরিশেষ - সংযোজন, ১২
পরিশেষ

                 এক পসলায় শাঙনে।

           সন্ধ্যামেঘের কোনাতে

           রক্তরাগের সোনাতে

            শেষ নিমেষের বোঝাই দিয়ে

                 ভাসিয়ে দিলে ভাঙনে।