Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


পরিশেষ - ধর্মমোহ, ২
পরিশেষ

            যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে

            ভাঙো ভাঙো, আজি ভাঙো তারে নিঃশেষে —

     ধর্মকারার প্রাচীরে বজ্র হানো,

    এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো।