Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


কড়ি ও কোমল - আহ্বানগীত, ৬
কড়ি ও কোমল

এক বার কবি মায়ের ভাষায়

     গাও জগতের গান —

সকল জগৎ ভাই হয়ে যায়,

    ঘুচে যায় অপমান।