Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


পরিশেষ - আলেখ্য, ২
পরিশেষ

             প্রকাশের ভ্রম কোনো

                  চিরদিন রবে না কখনো।

             রূপের মরণত্রুটি

                       আপনিই যাবে টুটি

                         আপনারি ভারে,

আরবার মুক্ত হবি দেহহীন অব্যক্তের পারে।