Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


পূরবী- লীলাসঙ্গিনী, ৪
পূরবী
তিমিরে তোমার পরশলহরী দোলে
           হে রসতরঙ্গিণী।
হে আমার প্রিয়, আবার ভুলিয়ো,
           চিনি যে তোমারে চিনি।