Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


কড়ি ও কোমল - বাকি , ১
বাকি

কুসুমের গিয়েছে সৌরভ,

জীবনের গিয়েছে গৌরব।

এখন যা-কিছু সব ফাঁকি,

ঝরিতে মরিতে শুধু বাকি।