Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
পরিশেষ - কণ্টিকারি, ২
পরিশেষ
দুঃখদিনের দুর্ভাবনার প্রচণ্ড পীড়নে,
হঠাৎ কেন জাগল আমার মনে,
সেই সকালের টুকরো একটুখানি —
মাটির কাছে কণ্টিকারির নীল-সোনালির বাণী।