Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


কড়ি ও কোমল - খেলা ,৩
কড়ি ও কোমল

          মায়াদ্বীপে গিয়ে —

হেনকালে চাষী আসে

          দুটি গোরু নিয়ে।

শব্দ শুনে কেঁপে ওঠে,

          চমক ভেঙে চায়।

আঁখি হতে মিলায় মায়া,

          স্বপন টুটে যায়।