Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
গীতাঞ্জলি - ১৪৯,২
গীতাঞ্জলি
চেয়েছিল উহারে,
বৃথা ফিরে গেছে তারা
বাহিরের দুয়ারে।
আর কেহ বুঝিবে না,
তোমা - সাথে হবে চেনা
সেই আশা লয়ে ছিল
আপনারি আকাশে,
প্রভাতের আলোকে তো
ফোটে নাই প্রকাশে।