Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


কড়ি ও কোমল - বনের ছায়া , ২
কড়ি ও কোমল

কোথা রে সরল প্রাণ,              গভীর আনন্দ - গান,

          অসীম শান্তির মাঝে প্রাণের সাধের গেহ,

          তরুর শীতল ছায়া, বনের শ্যামল স্নেহ।