Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


কড়ি ও কোমল - ভবিষ্যতের রঙ্গভূমি , ৩
কড়ি ও কোমল

কত সুখ, কত ব্যথা,               সুখের দুখের কথা

          মিশিছে ধূলির সাথে ফুলের মাঝার।

         

         মিছে শোক, মিছে এই বিলাপ কাতর,

          সম্মুখে রয়েছে পড়ে যুগ - যুগান্তর।