Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


স্মরণ - ২৭,২
স্মরণ

       অতিশয় সংগোপনে

তুমি আজি মোর মাঝে আমি হয়ে আছ।

আমারি জীবনে তুমি বাঁচো, ওগো বাঁচো!