Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


কড়ি ও কোমল - উপকথা , ২
কড়ি ও কোমল

মধ্যাহ্নে রবির দাপে                বাহিরে কে রবে তাপে,

          আলয় গড়িতে সবে চায়।

যবে হায় প্রাণপণ                   করে তাহা সমাপন

          খেলারই মতন ভেঙে যায়।