Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


মানসী - মেঘের খেলা, ২
মানসী
         শান্তি পেত এই চিরতৃষা
         চিত্ত চঞ্চল সকাতর,
প্রেমের থরে থরে        বিরাম জাগিত রে—
        দুখের ছায়া মাঝে রবিকর।