Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


ছবি ও গান - অভিমানিনী, ২
ছবি ও গান

       ধীরে ধীরে আধো আধো বল্‌।

              কেঁদে কেঁদে ভাঙা ভাঙা কথা,

       আমায় যদি না বলিবি তুই

               কে শুনিবে শিশুপ্রাণের ব্যথা।