Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


ছবি ও গান -মধ্যাহ্নে, ৪
ছবি ও গান

কভু বসি তরুতলে           স্নেহে তারে ভাই বলে,

             ফুলটি ঝরিলে ব্যথা বাজে।

কত ছবি মনে আসে,       পরানের আশেপাশে

             কল্পনা কত যে করে খেলা —

বাতাস লাগায়ে গায়ে       বসিয়া তরুর ছায়ে

             কেমনে কাটিয়া যায় বেলা।