Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


কল্পনা - প্রণয়প্রশ্ন, ২
কল্পনা

তোমার প্রণয় যুগে যুগে মোর লাগিয়া

জগতে জগতে ফিরিতেছিল কি জাগিয়া?

               এ কি সত্য?

আমার বচনে নয়নে অধরে অলকে

চিরজনমের বিরাম লভিলে পলকে,

               এ কি সত্য?

          মোর সুকুমার ললাটফলকে

             লেখা অসীমের তত্ত্ব,

             হে আমার চিরভক্ত,

               এ কি সত্য?