Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


কল্পনা - মদনভস্মের পূর্বে, ১
মদনভস্মের পূর্বে

একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে নব ভুবনে,

          মরি মরি অনঙ্গদেবতা।

কুসুমরথে মকরকেতু উড়িত মধু-পবনে

         পথিকবধূ চরণে প্রণতা।

ছড়াত পথে আঁচল হতে অশোক চাঁপা করবী

         মিলিয়া যত তরুণ তরুণী,

বকুলবনে পবন হত সুরার মতো সুরভি—

        পরান হত অরুণবরনী।

 

 

সন্ধ্যা হলে কুমারীদলে বিজন তব দেউলে

       জ্বালায়ে দিত প্রদীপ যতনে,

শূন্য হলে তোমার তৃণ বাছিয়া ফুলমুকুলে

        সায়ক তারা গড়িত গোপনে।

কিশোর কবি মুগ্ধছবি বসিয়া তব সোপানে

        বাজায়ে বীণা রচিত রাগিণী।

হরিণ-সাথে হরিণী আসি চাহিত দীন নয়ানে,

         বাঘের সাথে আসিত বাঘিনী।

 

 

হাসিয়া যবে তুলিতে ধনু প্রণয়ভীরু ষোড়শী

         চরণে ধরি করিত মিনতি।

পঞ্চশর গোপনে লয়ে কৌতূহলে উলসি

         পরখছলে খেলিত যুবতী।

শ্যামল তৃণশয়নতলে ছড়ায়ে মধুমাধুরী

        ঘুমাতে তুমি গভীর আলসে,

ভাঙাতে ঘুম লাজুক বধূ করিত কত চাতুরী—

         নূপুর দুটি বাজাত লালসে।