Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


কথা - নগরলক্ষ্মী,৩
কথা

         প্রভু - আজ্ঞা হইবে বিজয়া।

 

 

         ‘ আমার ভাণ্ডার আছে ভরে      

         তোমা - সবাকার ঘরে ঘরে।

তোমরা চাহিলে সবে       এ পাত্র অক্ষয় হবে।

         ভিক্ষা - অন্নে বাঁচাব বসুধা —

         মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা।'