Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
শিশু-খোকা, ২
শিশু
খোকার গায়ে মিলিয়ে আছে
যে কচি কোমলতা।
আশিস আসি পরশ করে
খোকারে ঘিরে ঘিরে —
জান কি কেহ কোথা হতে সে
বরষে তার শিরে।
ফাগুনে নব মলয়শ্বাসে,
শ্রাবণে নব নীপের বাসে,
আশিনে নব ধান্যদলে,
আষাড়ে নব নীরে —
আশিস আসি পরশ করে
খোকারে ঘিরে ঘিরে।
এই - যে খোকা তরুণতনু
নতুন মেলে আঁখি —
ইহার ভার কে লবে আজি
তোমরা জান তা কি।
হিরণময় কিরণ - ঝোলা
যাঁহার এই ভুবন - দোলা
তপন - শশী - তারার কোলে
দেবেন এরে রাখি —
এই - যে খোকা তরুণতনু
নতুন মেলে আঁখি।