Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
চিত্রা - নীরব তন্ত্রী, ১
নীরব তন্ত্রী
‘ তোমার বীণায় সব তার বাজে,
ওহে বীণকার ,
তারি মাঝে কেন নীরব কেবল
একখানি তার । '
ভবনদীতীরে হৃদিমন্দিরে
দেবতা বিরাজে,
পূজা সমাপিয়া এসেছি ফিরিয়া
আপনার কাজে।
বিদায়ের ক্ষণে শুধাল পূজারি,
‘ দেবীরে কী দিলে?
তব জনমের শ্রেষ্ঠ কী ধন
ছিল এ নিখিলে?'
কহিলাম আমি, সঁপিয়া এসেছি
পূজা-উপহার
আমার বীণায় ছিল যে একটি
সুবর্ণ-তার ,
যে তারে আমার হৃদয়বনের
যত মধুকর
ক্ষণেকে ক্ষণেকে ধ্বনিয়া তুলিত
গুঞ্জনস্বর,
যে তারে আমার কোকিল গাহিত
বসন্তগান
সেইখানি আমি দেবতাচরণে
করিয়াছি দান।
তাই এ বীণায় বাজে না কেবল
একখানি তার —
আছে তাহা শুধু মৌন মহৎ
পূজা-উপহার।