Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
শিশু ভোলানাথ -সাত সমুদ্র পারে,২
শিশু ভোলানাথ
আমার এ যে দরকারি কাজ
বুঝতে পার না কি?
দেরি হলেই একেবারে
সব যে হবে ফাঁকি।
মেঘ কেটে যেই রোদ উঠবে
বৃষ্টি বন্ধ হলে,
সাত সমুদ্র তেরো নদী
কোথায় যাবে চলে!