Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


পলাতকা -ছিন্ন পত্র,৬
পলাতকা

       মোর জগতের চোখের পাতায় একটি ফোঁটা চোখের জলের মতো।

             কত চিঠির জবাব লিখব কত,

এই কথাটির জবাব শুধু নিত্য বুকে জ্বলবে বহ্নিশিখা,

          অক্ষরেতে হবে না আর লিখা।